মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এ বার অলিম্পিক দেখবেন মহাকাশ থেকে।

মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এ বার অলিম্পিক দেখবেন মহাকাশ থেকে।
সুনীতা উইলিয়ামস 
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এ বারে তিনি মহাকাশ থেকে দেখবেন অলিম্পিক।
গত রবিবার মহাকাশ পাড়ি দেওয়ার আগে এ কথাই বলে গিয়েছেন উচ্ছ্বসিত সুনীতা।
কাজাখস্তানের বৈকানুর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছে সুনীতাদের রাশিয়ান রকেট সুয়েজ। এ বারের অভিযানে সুনীতার সঙ্গী য়ুরি ম্যালেনচেঙ্কো এবং আকিহিকো হোশিদে। মহাকাশ কেন্দ্রে পৌঁছতে তাঁদের সময় লাগবে পাক্কা দু’দিন। তার পর টানা চার মাস সেখানেই থাকবেন সুনীতারা।
সুনীতাদের ফিরতে ফিরতে ১২ নভেম্বর। তাই এ বারে প্রেসিডেন্ট ভোটের সময়ও দেশে থাকা হবে না সুনীতার। তবে মহাকাশ থেকেই নিজের ভোট দেবেন তিনি।