নাজিরপুর

নাজিরপুরের পরিচয়ঃ-

বরিশাল বিভাগের,পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর একটি উপজিলা।এটি পিরোজপুর জেলার তৃতীয় বৃহত্তম উপজিলা।নাজিরপুর উপজিলা ১৯০১ সালে স্থাপিত হয়।
এর আয়তন- ২২৩.৬৬ বর্গ কিঃমি। 
জনসংখ্যা- ১৬৬০১৪(১৯৯১ এর হিসাব অনুযায়ী)।
 ঘনত্ব- ৭১১/ বর্গ কিঃমি।
পিরোজপুর জেলার উত্তর অংশে নাজিরপুর থানার অবস্থান।
এর নামকরন সম্পর্কে যা জানা যায়,তা হল-
মোঘল শাসনামলে রাজকর্মচারীদের পদ/পদবী ছিল উজির, নাজির, দেওয়ান, কোতয়াল, নায়েব, ফৌজদার ইত্যাদি।মোঘল শাসনামলে নাজির পদের এক রাজকর্মচারীকে ঐ এলাকার  রাজস্ব আদায়ের দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল।
রাজকর্মচারী নাজিরের প্রতিপত্তির কারণে,তথা তার নাম অনুসারে ঐ পরগনার নাম হয়ে যায় নাজিপুর।