আগামী ৭ ই মে এস,এস।সি পরীক্ষার ফল

আগামী ৭ ই মে এস,এস।সি পরীক্ষার ফল
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হবে। বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।  গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। 

পিরোজপুরের বিভিন্ন থানায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক

পিরোজপুরের বিভিন্ন থানায়  বিএনপির ১৩ নেতাকর্মী আটক
পিরোজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শনিবার রাতে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এর মধ্যে পিরোজপুর সদরে ৪ জন , নাজিরপুরে ৩ জন এবং ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদে দু’জন করে মোট ১৩ জন আটক হয়েছেন। 

সদর, ভান্ডারিয়া ও নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, রোববারের হরতালে যাতে কোনো নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তাদের আটক করা হয়। তবে মঠবাড়িয়া ও নেসারাবাদ থানা সূত্র দাবি করেছে, তারা নিয়মিত মামলার আসামিদেরই গ্রেফতার করেছে।

ভান্ডারিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন -

ভান্ডারিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন -
গত  শনিবার সকালে  ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংক্ষিপ্ত সংবর্ধনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  বলেন,  ‘বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো, বাড়ি ভাড়াসহ যাবতীয় সুবিধা ও শিক্ষানীতি প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।‘
তিনি আরো বলেন, আমাদের সম্পদ সীমিত। সব দাবি একত্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।