পিরোজপুরের বিভিন্ন থানায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক

পিরোজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শনিবার রাতে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এর মধ্যে পিরোজপুর সদরে ৪ জন , নাজিরপুরে ৩ জন এবং ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদে দু’জন করে মোট ১৩ জন আটক হয়েছেন। 

সদর, ভান্ডারিয়া ও নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, রোববারের হরতালে যাতে কোনো নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তাদের আটক করা হয়। তবে মঠবাড়িয়া ও নেসারাবাদ থানা সূত্র দাবি করেছে, তারা নিয়মিত মামলার আসামিদেরই গ্রেফতার করেছে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট