ট্রলারের ধাক্কায় হেলে পড়েছে চাড়াখালী খালের সেতু

ট্রলারের ধাক্কায় হেলে পড়েছে চাড়াখালী খালের সেতু
হেলে পড়া সেতু 
জিয়ানগরে ট্রলারের ধাক্কায় হেলে পড়েছে চাড়াখালী খালের জনগুরুত্বপূর্ণ সেতুটি । ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এ সেতুটির উপর দিয়ে পারাপার হতে হচ্ছে জনসাধারনকে।১৮ জুন সোমবার একটি মালবাহী ট্রলার নিয়ন্ত্রন হারিয়ে আঘাত হানে সেতুর উপর। আর তাতেই দক্ষিণ দিকে হেলে পড়ে এই সেতু। সেতুটির পশ্চিমপ্রান্তে উপজেলার একমাত্র খাদ্যগুদাম ও একটি জামে মসজিদ রয়েছে। আর পূর্ব প্রান্তে রয়েছে উপজেলা সদরের ইন্দুরকানী বাজার, ইউনিয়ন পরিষদ, একটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলা পরিষদ। প্রতিদিন এই সেতুটি দিয়ে দুই প্রান্তের প্রায় ১০ সহস্রাধিক লোক পারাপার করে থাকে।এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন জানান, আমি বিষয়টি উর্ধতন মহলে জানিয়েছি। বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।      সূত্রঃ আমাদের বরিশাল.কম। 

নেছারাবাদে সড়ক দূরঘটনায় যুবকের মৃত্যু।

নেছারাবাদে সড়ক দূরঘটনায় যুবকের মৃত্যু।
মো; ফোরকান শেখ(৪০)
মো; ফোরকান শেখ(৪০) নামের এক যুবক মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন। উপজিলার পাটিকেলবাড়ী এলাকা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজিলার ব্যাসকাঠী গ্রামে।তার পিতার নাম মোঃনূরমোহাম্মদ শেখ। জানা গেছে,তিনি ভাড়ায় চালিত মটরসাইকেলে যাচ্ছিলেন।
ঘটনার পরে জনগন তাকে নেছারাবাদ উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে,সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।