নেছারাবাদে সড়ক দূরঘটনায় যুবকের মৃত্যু।

মো; ফোরকান শেখ(৪০)
মো; ফোরকান শেখ(৪০) নামের এক যুবক মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন। উপজিলার পাটিকেলবাড়ী এলাকা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজিলার ব্যাসকাঠী গ্রামে।তার পিতার নাম মোঃনূরমোহাম্মদ শেখ। জানা গেছে,তিনি ভাড়ায় চালিত মটরসাইকেলে যাচ্ছিলেন।
ঘটনার পরে জনগন তাকে নেছারাবাদ উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে,সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট