মঠবাড়িয়ায় তিন শিশুকে নির্যাতন ।

মঠবাড়িয়া উপজেলা শহরে চুরির অভিযোগ তুলে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। 
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাজমুল আহসান। তিনি পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত হাতেম আলীর ছেলে। নির্যাতনের শিকার হওয়ায় ওই তিন শিশু হচ্ছে আবদুল মালেকের ছেলে রাজু (১৩), মৃত দেলোয়ার হোসেনের ছেলে শিমুল (১০) ও শহীদুল ইসলামের ছেলে হাসান (৮)। তাদের সবার বাড়ি পৌরসভার একই এলাকায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজুর বাবা গতকালই নাজমুল আহসান ও তাঁর কর্মচারী শামসুল হকের বিরুদ্ধে মামলা করেছেন। 
মঠবাড়িয়া থানায় গিয়ে রাজু, শিমুল ও হাসানের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটানোর দাগ দেখা গেছে। রাজু বলে, ‘আমি, শিমুল আর হাসান সকালে বাসা থেকে বাইর হওয়ার পর শামসু আমাগো নাজমুল সাহেবের কথা কইয়া তাঁর বাসায় নিয়ে যায়। এরপর দড়ি দিয়া বাইনদা (বেঁধে) লাঠি দিয়া পেটায় আর কয়, চুরির কথা স্বীকার কর, নইলে আরও মারুম।’ 
নাজমুল আহসান দাবি করেন, ‘ওই শিশুরা আমার বাসা থেকে টাকা চুরি করেছে। তাই ওদের আটকে রেখে টাকা চুরির কথা জানতে চেয়েছিলাম।’ 
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, তিন শিশুকে অবৈধভাবে আটক রেখে নির্যাতনের অভিযোগে নাজমুল আহসানসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট