আইপিএল এ ডেকান চার্জার্সের দ্বিতীয় জয়


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হারতে হারতে ক্লান্ত ডেকান চার্জার্স নবম খেলায় এসে দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার পুনে ওয়ারিয়র্সকে ১৩ রানে হারিয়েছে তারা। 
ডেকান চার্জার্স: ১৮৬/৪ (২০ ওভার)
পুনে ওয়ারিয়র্স: ১৭৩/৫ (২০ ওভার)
ফল: ডেকান চার্জার্স ১৩ রানে জয়ী
কুমার সাঙ্গাকারা এবং ক্যামেরুন হোয়াইটের ইনিংস বড় সংগ্রহ এনে দেয় ডেকান চার্জার্সকে। হোয়াইট চারটি চার ও চারটি ছয়ের মারে ৪৫ বলে খেলেন ৭৪ রানের ইনিংস। ১০টি চার ও দুটি ছয়ের সাহায্যে সাঙ্গাকারা করলেন ৮২ রান। তাদের ইনিংসের ওপর ভর করেই ২০ ওভার শেষে চার উইকেটে ১৮৬ রান তোলে ডেকান চার্জার্স।   

পুনে ওয়ারিয়র্স পরে ব্যাট করতে নেমে পাল্লা দিয়ে অনেকটা এগিয়ে যায়। মাইকেল কার্ক ৪১, সৌরভ গাঙ্গুলী ৪৫, স্টিভেন স্মিথ হার না মানা ৪৭ ও রবীন উথাপ্পা ২৬ রান করলে পাঁচ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে পারে পুনে ওয়ারিয়র্স। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট