দেশের ৮ টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির (ভোকেশনাল) ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে।সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। প্রধানমন্ত্রী এ সময় বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফল অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকাশ করেন।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী(শিক্ষাসচিব ) এ সময় উপস্থিত থাকেন।
পাসের হার ৮৬.৩৭ শতাংশ।
এসএসসিতে পাসের হার ৮৬.৩২% এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ২৫২ শিক্ষার্থী।
পাসের হার--কারিগরি বোর্ডে ৮০.৬৯%। মাদ্রাসায় ৮৮.৪৭% ।
ড. কামাল আবদুল নাসের চৌধুরী(শিক্ষাসচিব ) এ সময় উপস্থিত থাকেন।
পাসের হার ৮৬.৩৭ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ৮২ হাজার ২১২জন ।
পাসের হার-- ঢাকা বোর্ডে ৮৫.৯৫%, রাজশাহীতে ৮৮.৩৩%, চট্টগ্রামে ৭৮.৯৬%, সিলেটে ৯১.৭৮%, কুমিল্লায় ৮৫.৬৪%, বরিশালে ৮৬.৯৬%, যশোরে ৮৭.১৬%, দিনাজপুরে ৮৭.১৬%। এসএসসিতে পাসের হার ৮৬.৩২% এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ২৫২ শিক্ষার্থী।
পাসের হার--কারিগরি বোর্ডে ৮০.৬৯%। মাদ্রাসায় ৮৮.৪৭% ।