সড়ক দূরঘটনায় বৃদ্ধ নিহত

আজ সকালে(৮ মে,২০১২)সড়ক দুর্ঘটনায় খলিশাখালী এলাকার মোজাহের হোসেন কাজী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোজাহের হোসেন বাড়ি থেকে পায়ে হেঁটে শহরের দিকে যাওয়ার পথে ধুপপাশা এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়া যায়।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট