বাংলাদেশ প্রাইজবন্ডের ১০০ টাকা মূল্যমানের 'ড্র' অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবদুল জলিল মিঞার সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬৭তম এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সব সিরিজের ০৩৪১০১৯ নম্বর প্রথম পুরস্কার এবং ০১৯৭৩১৩ নম্বর দ্বিতীয় পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৩৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার ৬ লাখ, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলো থেকে ৪৬টি সিরিজের সর্বমোট এক হাজার ৬৫৬টি পুরস্কার দেওয়া হয়। প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হবে প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
এবারের ড্রতে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০০৮৫০৫৪ ও ০১৫৯৮৪৬, চতুর্থ পুরস্কার বিজয়ী ০৩৩৫৬৫৬ ও ০৭৩৯৮১৩ সংখ্যাটি। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো-
০০৪১৯৯২, ০২১৮৯৪৭, ০৪০৭৭৪৯, ০৬১৬৪১২, ০৭৩৭৩০৯, ০০৪৯৮০৬, ০২৪০৫৭৭, ০৪৬৩০৬৭, ০৬১৭৪৩৬, ০৭৪৯৮০২, ০০৯৩১০৬, ০২৪১৬৩৯, ০৪৮২২১৩, ০৬৬০৮৬৯, ০৭৫৭৩৬১, ০১১৮৬৪৪, ০২৫৮৭৪৪, ০৪৯৯৫৫৮, ০৬৬৯৪৯২, ০৮৫১৮৮৩, ০১৩১৩৮৫, ০৩০০০৭২, ০৫২৮০৭৩, ০৬৮১১৩৫, ০৮৭৭৬৫৪, ০১৪২৭৪০, ০৩০১৪৫৭, ০৫৭৮২৮৩, ০৬৮৮০৮৫, ০৮৮২০৩২, ০১৪৩৬৩৪, ০৩৪৬৫৩৭, ০৫৮৮১০৩, ০৬৯৮২৯৮, ০৮৮৮৩২২, ০১৮২৮৮১, ০৩৬৪৫৪৪, ০৫৯২৩৫৬, ০৭৩২০৩৯ এবং ০৯৯০৫৮৭।
প্রতি তিন মাস অন্তর মাসের শেষ তারিখে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ১ জুলাই থেকে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান চালু আছে।
পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার ৬ লাখ, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার ১ লাখ, চতুর্থ পুরস্কার ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলো থেকে ৪৬টি সিরিজের সর্বমোট এক হাজার ৬৫৬টি পুরস্কার দেওয়া হয়। প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হবে প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
এবারের ড্রতে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০০৮৫০৫৪ ও ০১৫৯৮৪৬, চতুর্থ পুরস্কার বিজয়ী ০৩৩৫৬৫৬ ও ০৭৩৯৮১৩ সংখ্যাটি। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো-
০০৪১৯৯২, ০২১৮৯৪৭, ০৪০৭৭৪৯, ০৬১৬৪১২, ০৭৩৭৩০৯, ০০৪৯৮০৬, ০২৪০৫৭৭, ০৪৬৩০৬৭, ০৬১৭৪৩৬, ০৭৪৯৮০২, ০০৯৩১০৬, ০২৪১৬৩৯, ০৪৮২২১৩, ০৬৬০৮৬৯, ০৭৫৭৩৬১, ০১১৮৬৪৪, ০২৫৮৭৪৪, ০৪৯৯৫৫৮, ০৬৬৯৪৯২, ০৮৫১৮৮৩, ০১৩১৩৮৫, ০৩০০০৭২, ০৫২৮০৭৩, ০৬৮১১৩৫, ০৮৭৭৬৫৪, ০১৪২৭৪০, ০৩০১৪৫৭, ০৫৭৮২৮৩, ০৬৮৮০৮৫, ০৮৮২০৩২, ০১৪৩৬৩৪, ০৩৪৬৫৩৭, ০৫৮৮১০৩, ০৬৯৮২৯৮, ০৮৮৮৩২২, ০১৮২৮৮১, ০৩৬৪৫৪৪, ০৫৯২৩৫৬, ০৭৩২০৩৯ এবং ০৯৯০৫৮৭।
প্রতি তিন মাস অন্তর মাসের শেষ তারিখে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ১ জুলাই থেকে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান চালু আছে।